.        দূর্বলের ওপর সবলের অত্যাচার;
     প্রাগৈতিহাসিক কাল থেকে চলছে বারবার।
        অনন্তকাল এ ধারা থাকবে বিদ্যমান;
       এটাই নিয়তি, এটাই প্রকৃতির বিধান।
        ছোট ছোট মাছ বড় মাছের আহার;
      হাঙ্গর কুমির বড় মাছ করে দেয় সবার।
    দুর্বল পশু হয় শক্তিমান বাঘ সিংহের ভোজ;
      এভাবেই ঘটনা ঘটে চলছে রোজ রোজ।


      মনুষ্য সমাজেও পুনরাবৃত্তি একই ঘটনার;
          দুর্বলের উপর সবলের অত্যাচার।
             কোথায় রইল পার্থক্য তবে;
            পশু সাথে মানুষের এই ভবে?
           মানুষ বিবেক বুদ্ধি বলে বলিয়ান;
         সৃষ্টির সেরা জীব পরিচয়ে সাজে মহান।
             পশু মানুষ যদি হয়ে যায় সমান;
       মনুষ্য জাতির জন্য তাহা নহে কি অপমান?


          জাগিয়া তোলো মানবিক মূল্যবোধ;
           পরিশোধ কর মানব জন্মের শোধ।
            মানুষ হতে হবে মানুষের জন্য;
              তবেই হবে মানব জনম ধন্য।
              আত্ম মানবতার কর সেবাদান;
           তবেই তো মানুষ হিসাবে হবে মহান।
                চাই অন্যায়ের স্থায়ী প্রতিকার;
         বন্ধ হোক দুর্বলের ওপর সবলের অত্যাচার।
                  তারিখ: ২৪-০৩-২০২৩ ইং;