আমি এক বেকার, নেই কাজ, তাই প্রেম করি;
              থাকি পিতা মাতার বাড়ি।
                এক বেলা ভাত খাই;
তিন বেলা পিতার বকুনির চোটে, পালাই পালাই।
      সিগারেট খাই, কিন্তু পকেটে পয়সা নাই;
এ নিয়ে নিয়মিত বন্ধুদের কথা, শুনতে বাধ্য হই।
     এ ভাবেই চলছে বয়ে, আমার জীবন তরী;
   আমি এক বেকার, নেই কাজ, তাই প্রেম করি।


   পিতার সংসারে, বড় ভাই করে মস্তবড় চাকুরী;
             সবকিছুতেই তার খবরদারি।
                 কথা বলে ভারী ভারী;
  সবাইকে জানান দেয়, কিনবে এবার বড় গাড়ী।
      পিতার সংসারে রিনি বিড়ালের যে দাম;
  আমি মানুষ হয়েও পাইনা, তার অর্ধেক ইনাম।
   চাকরি দেয়না কেউ, উপদেশের পাল্লা ভারী;
  আমি এক বেকার, নেই কাজ, তাই প্রেম করি।


  আত্মীয় স্বজন, ভাইবোন, দেয়না আমায় পাত্তা;
      মানুষ হিসাবে, নেই আমার কোন সত্তা।
          প্রেমিকা খ্যাচখ্যাচ করে সদায়;
চাকরি না নিলে এবার, তাড়াতাড়ি সে হবে বিদায়।
       পয়সা নাই, তাই পারিনা কিছুই দিতে;
  এনিয়ে দুঃখের শেষ নেই তার, ঘুম হয়না রাতে।
     সবে দেয় আঁড়ি; চলেনা মোর জীবন গাড়ি;
   আমি এক বেকার, নেই কাজ, তাই প্রেম করি।
               তারিখঃ ২২-১১-২০২২ ইং;