.
           সাথে আত্মার মিলনই আত্মীয়তা;
              প্রকৃত মিলনে ছড়ায় মুগ্ধতা।
              অসম মিলনে বাড়ে তিক্ততা;
        একজন আরেকজনকে বলে কটু কথা।
           আত্মীয়তা হতে হবে সমানে সমান;
       তা না হলে দুর্বলকে বইতে হবে অপমান।
             যদি আত্মীকে পেতে চাও আপন;
   দরিদ্র হয়ে ধনীর সাথে নহে আত্মীয়তার বন্ধন।


      দরিদ্র হয়ে যাও যদি ধনী আত্মীয়ের বাড়ি;
               সাক্ষাৎ পাবেনা তাড়াতাড়ি।
             অনেক কষ্টে যদিও দেখা মিলে;
       তাদের আচার ব্যবহারে ব্যথা পাবে দিলে।
                    অবহেলা অহংকারে;
         একদণ্ড বসবে না তারা তোমার ধারে।
            আত্মসম্মান নিয়ে যদি বাঁচতে চাও;
        এ ধরনের আত্মীয়ের সাহচার্য বাদ দাও।
                  তারিখ: ২৮-০২-২০২৩ ইং;