'
             কতকাল পরে তুমি এলে, ধীরলয়ে;
                        মোর আলয়ে।
             আমার প্রাণে বহিয়া গেল খুশির ঝড়;
             আলো ঝলমল করে উঠিল মোর ঘর।
                     শ্যাম্পু করা কালো চুল;
             কর্নে দুলছে হিরক খচিত সোনার দুল।
                 লাল লিপস্টিকে রাঙানো অধর;
                    ঠোঁটে রাঙ্গা হাসির নহর।
                  লাল শাড়ি, কপালে লাল টিপ;
              বুকের মধ্যিখানে করে উঠল ঢিপ ঢিপ।


              আলতা রাঙানো পায়ে নুপুর জড়ানো;
                    শাড়ির আঁচল উড়ানো।
             খোঁপায় জড়ানো শিউলি ফুলের মালা;
                 কন্ঠে ধ্বনিত হচ্ছে লা-লা-লা।
              দাঁড়ালে আমার সম্মুখে ডাগর নয়নে;
               বাজিয়া উঠিল বাঁশি আমার মনে।
                 চমকিয়া তাকাই ও মুখ পানে;
           সেই আঁখি, সেই নাক যা আমারে টানে।
               পঞ্চাশ বছর আগের চোখ দু'খানা;
            নেই কোন পরিবর্তন, এখনও টানাটানা।


         আমার প্রিয় সুগন্ধি আজও মেখেছো শরীরে;
              সম্মুখ পানে এগুলাম অতি ধীরে।
          পূচিলাম, এতকাল পরে কেন এলে ঘরে?
        মৃদ হেসে চোখের ভাষায় কী জানালে নীরবে।
            কতক্ষণ তাকিয়ে ছিলাম আমি ও নয়নে;
                    আসছে না তা' স্মরণে।
              দু'টি হাত বাড়ালাম আলিঙ্গন লাগি;
      মোবাইলের অ্যালার্মে ঘুম ভেঙ্গে উঠিলাম জাগি।
                 সহসা স্বপ্ন আমার গেল টুটে;
        জানালার বাইরে ভোরের আলো উঠেছে ফুটে।
                তারিখ: ১২-০২-২০২৩ ইং;