অন্তহীন প্রাণের চাওয়া পাওয়া,
       নেই যার আদি নেই অন্ত।
   যত পায় সে তত চায় আরো;
         আগ্নেয়গিরি সম জ্বলন্ত।


চাহিদা পূরণে যাহা কিছু ঢালো,
     সবেই তার পুড়ে হবে ছাই;
মনো মাঝে সর্বদা বাজে বিনা,
         আরো চাই আরো চাই।


  এ যেন একটা মস্ত ব্ল্যাকহোল,
          সর্বস্ব করতে চায় গ্রাস।
ভরে না মন মিটেনা তার তৃষ্ণা;
   এটা এক মহজাগতিক ত্রাস।


  একটা পেলে চায় আরো দশ,
      কেউ পারেনা বলতে শেষ।
   প্রাণ খুলে বলে না তো কেউ,
      আছি দুনিয়ায় আমি বেশ।


  সীমাহীন তৃষ্ণা নিয়ে দুনিয়ায়
            মানুষের হয় আগমন।
     কভু এই তৃষ্ণা হয়না পূরণ;
         যতক্ষণ না আসে মরণ।  
   তারিখ: ২২-০৩-২০২৪ ইং;