দুঃখে ভরা জীবন যার
কোন স্থান নেই কবিতার;
চারিদিকে চলে হাহাকার,
বইতে অক্ষম জীবন ভার।
উচ্চ আকাশে উড়ছে চিল,
সাথে নাই জীবনের মিল।
চিলের মত উড়তে চাই,
কিন্তু পাখা কোথায় পাই?


পাওয়া মুশকিল অন্তমিল
চারিদিকে বাঁধার পাঁচিল।
ভাবি মনে আমি হবো কবি;
ভেসে ওঠে মোনালিসার ছবি।
এবার হব ঠিক পেইন্টার;
রঙে রাঙ্গাবো চার ধার।
মেসির ছবি দেখে হলো মনে;
আত্মীয়তা হবে বলের সনে।


হেনোকালে পাই পরীক্ষার ফল;
শূন্য নম্বর দেখে চোখে এল জল।
পিতা মশায়ের বেতের বাড়ি;
স্বপ্নরা বিদেশে জমাল পাড়ি।
তারিখ: ১০-০৬-২০২৩ ইং;