.     নানা ঘাত প্রতিঘাতে ভরা মানব জীবন;
             আছে উত্থান আছে পতন।
          পতনে ব্যথায় ভরে যায় অন্তর;
       তা বলে হারানো যাবে না মনের জোর।
         প্রথম থেকে করতে হতে পারে শুরু;
               তবু মন করবে না দুরুদুরু।
         গতিশীল দুনিয়ায় থামার সুযোগ নেই;
         থামলে হারিয়ে ফেলবে জীবনের খেই।  


            এটাই জীবনের অলিখিত বিধান।
           নিজেকে খুঁজতে হবে নিজ সমাধান।
              মানব জীবন সাপ লুডুর মতন;
                সাপের কামড়ে হয় পতন।
          মই পেলে পৌঁছে যাবে অনেক উপর;
            কিন্তু সবার ভাগ্যে নেই সে জোর।
              তা বলে কি বন্ধ করবে খেলা?
           নিজ জীবনকে করবে কি অবহেলা?


         সূর্য মেঘের আড়ালে থাকে না চিরকাল;
              মেঘ যাবে সরে তিষ্ঠ ক্ষণকাল।
                 পাবে পরিষ্কার নীল গগন;
       সূর্যালোকে উদ্ভাসিত মন গড়বে নব জীবন।  
           বিপদকে তুচ্ছ করে আনবে যে জয়;
            সেই তো অয়োময় নেই তার ক্ষয়।
              সময়ের মাল্য ওঠে তারই গলায়;
     সেই তো জীবনে সাফল্যের শিখরে পৌঁছে যায়।
              তারিখ: ১৩-০৯-২০২৩ ইং;