.
     প্রেম ভালবাসা নহে ক্ষণিকের ছেলে খেলা;
           এটা চলে সারা জীবন, সারাবেলা।
              মরণ এসে কেড়ে নেয় জীবন;
       তবুও ভাঙ্গে না কভু ভালোবাসার বন্ধন।
           যৌবনের প্রারম্ভে শুরু ভালবাসা;
   তখন যৌনতায় থাকে সে প্রেমের মুখ্য ভাষা।
                   বাড়তে থাকে বয়স;
  ক্রমে প্রেমের গভীরতা হয়ে ওঠে, আরো সরস।


   ঘর আলো করে আছে প্রেমের ফসল, সন্তান;
      তাদের লালন-পালনেই তখন হয় প্রধান।
                  বাড়তে থাকে শেয়ারিং;
    উভয়ে হয়ে ওঠে দায়িত্বশীল, আর কেয়ারিং।
        ধীরে ধীরে পূর্ণতা পায় ভালোবাসার;
জীবন হয়ে ওঠে প্রতীক, আস্তা আর নির্ভরতার।
বৃদ্ধকালে যৌনতা হয় গৌণ, নির্ভরতা বাঁধে বাসা;
     এরই নাম জীবন, এটাই প্রকৃত ভালোবাসা।


      তোমরা করছো পালন ভ্যালেন্টাইন দিবস;
              দিনব্যাপী করছ নানা রঙ্গ রস।
   বিলাচ্ছ ফুল, ভেলেন্টাইন কার্ড, নানা উপহার;
  অভিজাত হোটেলে খানাপিনায় পয়সার বাহার।
       উষ্ণ চুম্বন, সুযোগ পেলে যৌন সম্ভোগ;
    বুঝতে কষ্ট হয়, এটা ভালোবাসা নাকি রোগ।
               এত জাঁকজমকপূর্ণ দিবস;
  দিনান্তে বাসি ফুলের মতই ভালবাসা হয় অবশ।


তোমাদের প্রেমের গভীরতা সাগর নহে, বদ্ধজলা;
      আজ প্রেম কাল ব্রেকআপ, আবার একলা।
                 বিয়ে হলেও হয় না স্থির;
  মনে থাকে অহমিকা, আর নানা কুচিন্তার ভিড়।
       ডিভোর্স কর সামান্য কারণে-অকারণে;
   ডোন্ট কেয়ার ভাব দেখাও, মুরব্বিদের বারনে।
                 তোমাদের বুঝা বড় দায়;
অনেককে দেখেছি পরবর্তী জীবনে করে হায়হায়।


সন্তান জন্মের পরেও তোমরা অনেকে হওনা স্থির;
        একইভাবে ছুরে দাও অহংকারের তীর।
  বোঝো না ব্রোকেন পরিবারের সন্তানের জ্বালা;
      তাদের গলায় থাকে সদা অবহেলার মালা।
            সে তোমার আত্মার ধন, সন্তান;
      তবুও কিছুতেই ফিরিল না তোমাদের জ্ঞান।
          ক্ষনিকের নয়, চাই আজন্ম ভালোবাসা;
ভ্যালেন্টাইন দিবসে তোমাদের কাছে এটাই আশা।
                তারিখ ০৯-০২-২০২৩ ইং;