হৃদয়ে নিয়ে জ্বালা কাঁদে পল্লীবালা;
অবসান হবে কবে মোর বিরহ পালা।
হৃদয়ে নিয়ে জ্বালা কাঁদে পল্লীবালা;
অবসান হবে কবে মোর বিরহ পালা।


শূন্য বিছানা একা ঘরে থাকা;
তুমি নেই চারিদিকে ফাঁকা।
শুধু হৃদয়ে তব ছবি আঁকা।
আর কতকাল, আর কতকাল,
রব ঘরে একেলা;
হৃদয়ে নিয়ে জ্বালা কাঁদে পল্লীবালা;
অবসান হবে কবে মোর বিরহ পালা।


তুমি থাক দূর দেশে, ছবিখানা হৃদয়ে ভাসে;
নিশিতে মনে হয় তুমি আছো পাশে।
স্বপনে বাড়িয়েছি হাত তোমারে ধরিতে;
তুমি হারিয়ে গিয়েছ ত্বরিতে।
শুকিয়ে গিয়েছে মোর গাঁথা ফুলো মালা
হৃদয়ে নিয়ে জ্বালা কাঁদে পল্লীবালা;
অবসান হবে কবে মোর বিরহ পালা।


বোঝনা, বোঝনা হায়, দুঃখিনীর বিরহ জ্বালা।
পৌষের রাতে ঘরে আমি একেলা।
সকরুণ সুরে বাজিছে বাসি সুদুরে;
ঘরে থাকা ভীষণ দায় রাত দুপুরে।  
জানিনা কবে আসিবে ঘরে মোর কালা;
হৃদয়ে নিয়ে জ্বালা কাঁদে পল্লীবালা;
অবসান হবে কবে মোর বিরহ পালা।


হৃদয়ে নিয়ে জ্বালা কাঁদে পল্লীবালা;
অবসান হবে কবে মোর বিরহ পালা।
হৃদয়ে নিয়ে জ্বালা কাঁদে পল্লীবালা;
অবসান হবে কবে মোর বিরহ পালা।
তারিখ: ০২-১১-২০২৩ ইং;