গ্রামগুলো আর পূর্বেকার গ্রাম নেই;
রাস্তার দু'ধারে বড় বড় গাছ নেই;
পাড়ায় পাড়ায় গভীর জঙ্গল নেই;
বাড়িতে ছনের তৈরি কুঁড়েঘর নেই;
ঢেঁকি গরুর হাল গরুর গাড়ি নেই;
শ্মশানের বড় বটগাছটাও নেই;
অমাবস্যার রাতের অন্ধকার নেই;
নাচে না ভুতের দল করে ধেই ধেই।


বাড়ি বাড়ি বিদ্যুতের আলো ঝলমল;
হালের বদলে চলে কলের লাঙ্গল।
সবার হাতে এখন মোবাইল ফোন;
ডিজিটাল স্কেলে মাপা হয় ওজন।
রাইস কুকারে চলে এখন ভাত রান্না;
পোলাপান কম তাই কমে গেছে কান্না।
আগের সেই মঙ্গার হাহাকার নেই;
গ্রামগুলো আর পূর্বেকার গ্রাম নেই।


প্রতিটা বাড়িতেই স্যানিটারি ল্যাট্রিন;
ফ্রিজ টেলিভিশন বদলে গেছে দিন।
আধা পাকা বিল্ডিং আজ সময়ের দাবি;
বদলে যাচ্ছে মানুষের ভাগ্যের চাবি।
সাথে বাই প্রোডাক্ট হিসাবে এল ড্রাগ;
বৃদ্ধি পেয়েছে মানুষে মানুষে বিভাগ।
মূল্যবোধ সামাজিক বন্ধন শিথিল;
ভেঙ্গে যাচ্ছে পারিবারিক মনের মিল।
পাকা রাস্তায় যানবাহনের অভাব নেই;  
গ্রামগুলো আর পূর্বেকার গ্রাম নেই।
      তারিখ:৩১-০৮-২০২৩ ইং;