ভোটের রাজনীতি বড় জটিল খেলা;
সেই জিতে যার আছে বেশি চ্যালা।
সত্য কথা ভোটের সময় বাতুলতা;
সুন্দর করে বলতে হয় মিথ্যা কথা।


মিথ্যা বলায় থাকতে হবে সুন্দর আর্ট;
প্রয়োজনে এ জন্য নিতে হবে পাঠ।
হরিদাস কর্মকারের মুখে তীব্র গন্ধ;
লাগছে না মন্দ আহা কিযে আনন্দ।


ভোটের বাজারে ফেলানিও মহামূল্যবান;
তার ভোট রাজার ভোট সমান সমান।
হেসে হেসে বলব কথা ফেলানির সাথে;
সুযোগ পেলেই বসে খাব এক পাতে।


মিলাব হাত লাগে লাগুক ময়লা কাঁদা;
জড়িয়ে বুকে বলব তারে এস মোর দাদা।  
যেখানে যারে পাও বুকে জড়িয়ে নাও;
সুযোগ মতো একসাথে চা বিস্কিট খাও।


আত্মীয়তার শিকল ধরে দিতে হবে টান;
আত্মীয়তা জোড়া দিলে পাবো ভোট খান।
মুখে নিয়ে হাসি থাক প্রশংসায় পঞ্চমুখ;
জিতলে ভোটে আসবে সত্যিকারের সুখ।


এবার যদি পার করতে পারি ভোট খান;  
পাঁচ বছর কারো কথায় নাহি দেব কান।
কানে তুলো দিয়ে শুনবো আধুনিক গান;
সামনে পড়লে কেউ করব নাদেখার ভান।
        তারিখ: ২২-০৯-২০২৩ ইং;