তুমি আসবে বলে,
ব্যাপক প্রস্তুতি চলছে চারিধার;
তুমি আসবে বলে,
মনের ভিতর চলছে হাহাকার।
তুমি আসবে বলে,
নৌকা বেঁধে রাখা আছে ঘাটে;
তুমি আসবে বলে,
কৃষাণ-কৃষাণীরা যায়নি মাঠে।
তুমি আসবে বলে,
জেলে তুলে রেখেছে তার জাল;
তুমি আসবে বলে,
মাঝিরা ধরছে না নৌকার হাল।
তুমি আসবে বলে,
রাখাল ভুলে গেছে গান গাওয়া।
তুমি আসবে বলে,
ভুলে গেছি আজ নাওয়া খাওয়া;
তুমি আসবে বলে,
ঘোষিত হচ্ছে আগমনী বার্তা;
তুমি আসবে বলে,
সকাল থেকে দুরু দুরু আত্মা।
তুমি আসবে বলে,
গরুগুলো সকাল থেকেই ভুখা;
তুমি আসবে বলে,
দুশ্চিন্তায় ঘুম আসছে না 'মোখা'।


ঘূর্ণিঝড় মোখার আগমনের অপেক্ষায় দুরু দুরু বুকে উপকূলের মানুষ সময় পার করছে। আশঙ্কা আর আতঙ্কে মানুষের মনের অবিভক্তির প্রকাশ করার চেষ্টা মাত্র।