বঙ্গবন্ধু কন্যা হাসিনা পনের বছর ক্ষমতায়;
এখনও রাজাকারের পদধ্বনি শোনা যায়।
ঘুষখোর অবশ্যই দেশদ্রোহী রাজাকার;
হরণ করে চলছে তারা জনতার অধিকার।


রাজাকারের মতোই তাদের বিচার দরকার;
নইলে জনসমর্থন হারাবে হাসিনা সরকার।
ঘুষ এখন মহীরুহ শাখা প্রশাখা চারিধার;
ঘুষ বিনে দেশে হয়না কোন কাজ জনতার?


দেশের রন্ধ্রে-রন্দ্রে ছাড়িয়া পড়েছে দুর্নীতি;
শহর গ্রাম কোথাও নেই কোন রীতিনীতি।
দুর্নীতির সাগরে অবগাহন করে ধন্য তারা;
দেশে হয়না এখন কোন কাজ দুর্নীতি ছাড়া।


দেশে-বিদেশে দুর্নীতির খবর পাচ্ছে প্রচার;
লজ্জায় মাথা হেট হয়ে যায় দেশের সবার।
এই দুর্নীতিবাজরা অবশ্যই নব্য রাজাকার;
বিশেষ ট্রাইব্যুনালে তাদের হতে হবে বিচার।


মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা জিরো টলারেন্স;
ঘুষখোরের মনে আনতে পেরেছে কি সেন্স?
জিরো টলারেন্সের চাই যথাযথ বাস্তবায়ন;
নইলে হবেনা এ দেশের সত্যিকারের উন্নয়ন।


সরকারের সাথে হাত মিলাতে হবে জনতার;
তাড়াতে হবে একসাথে ঘুষখোর অফিসার।
নূরুলদীনের কন্ঠের উদাত্ত আহ্বান জানাই;
একসাথে বলি, “জাগো বাহে কোনঠে সবাই”।
         তারিখ: ২৬-০২-২০২৪ ইং;