অন্যায় অবিচারে ভেসে গেছে সাড়া দুনিয়া;
দুঃখে ভারাক্রান্ত মন এসব শুনিয়া।
কোথাও নহে নারীরা নিরাপদ;
এমনকি পিতা মাতার কাছেও তারা আপদ।
সর্বত্রই ওত পেতে আছে হায়েনার দল;
সুযোগে লুটে নারীর সম্ভ্রম জীবন বিফল।
নারীত্বের অপমান হত্যা খুন ধর্ষণ;
এসব দেখেও কেন হয় না অগ্নি গোলা বর্ষণ?

জগত মাঝে দুর্বল চিরদিন অধিকার বঞ্চিত;
যুগ যুগ ধরে ধরা মাঝে এ পাপ সঞ্চিত।
পায় না তারা শ্রমের ন্যায্য মূল্য;
অবহেলিত জগতে নহে কেহ তাদের তুল্য।
রাজ সভায় নেই তাদের কোন আসন;
কারণ পরনে নেই তাদের মহামূল্যবান বসন।
অন্যায় অবহেলায় দুর্বিষহ জীবন;
মনুষ্যত্বের অপমান টলেনা বিধাতার আসন!

শক্তির মদমত্ততায় ছিনায় অন্যের অধিকার;
এসব দেখেও বিশ্ব মানবতা নির্বিকার।  
অন্যায়ের নেই কোন প্রতিবিধান;
শক্তিমানদের পদতলে মানবতার অবস্থান।
চাই এক মহাপুরুষ ব্যক্তিত্ব আসমান সমান;  
ওমরের মত ন্যায়বান খালিদ সম শক্তিমান।
ন্যায়দন্ড হাতে বসবে রাজাসনে;
প্রতিষ্ঠা কর মানবতার বাণী নির্বোধদের মনে;
তারিখ: ১০-০৫-২০২৪ ইং;