.         স্রষ্টার কাছে করজোড়ে জানাই ফরিয়াদ;
             সুদীর্ঘ যৌবনের নিতে চাই আস্বাদ।
             অথর্ব গাছ বেঁচে থাকে হাজার বছর;
                 তবে কি মানুষ তোমার পর?
                কচ্ছপ আর তিমির সুদীর্ঘ জীবন;
            ধরার কী কাজে আসে ভেবে পায় না মন।
                    কেন তবে তাদের লম্বা আয়ু;
              কেন মানুষের অল্পতে যাবে জীবন বায়ু?
                  মানুষ তোমার সৃষ্টির সেরা জীব;
             কেন থাকবে তারা মাত্র ত্রিশ বছর সজীব!


            শিক্ষা নিতে যায় জীবনের প্রথম ত্রিশ বছর;
               পরের ত্রিশটা বছর থাকে কর্মে বিভোর।
                   এ সময় টুকুতেই আয় উপার্জন;
                সংসার ধর্ম পালন গড়তে হয় জীবন।
               সন্তান জন্ম লালন পালন শিক্ষা দীক্ষা।
            এর পরের জীবন তো মৃত্যুর জন্য প্রতীক্ষা।
                    পরের জীবন অনেকটা অচল;
               জরা গ্রস্ত শরীরে থাকে না পর্যাপ্ত বল।
                      কর্ম থেকে দেয়া হয় অবসর;
             আসবাব পত্রের মত বন্দী থাকতে হয় ঘর।


           দুনিয়ায় যা কিছু সৃষ্টি সবেই মানুষের তরে;
              মানুষই সব কিছুর উপর কর্তৃত্ব করে।
                      এটা বিধাতার ঘোষণা;
           মানব জীবন কেন তবে তিরিশ বছরে ফানা?
              যখন মানুষের মাঝে আছে পরিপক্কতা;
           বার্ধক্য কেন কেড়ে নেবে তার কর্ম ক্ষমতা?
             বিজ্ঞান এ জন্য করছে কাজ বহুদিন ধরে;
                 জানিনা সফল্য আসবে কত পরে?
                        দরকার এর পরিবর্তন;
           উপকৃত হবে দুনিয়া তৃপ্ত হবে মানুষের মন।
                      তারিখ: ০৭-০৭-২০২৩ ইং;