আমি যদি পাখি হতাম,
                মুক্তকণ্ঠে গান গাইতাম;
মুক্ত আকাশে খুশি মনে,
            উড়ে উড়ে ঘুরে বেড়াতাম।


দরকার নেই পাসপোর্ট ভিসা,
          থাকবে না রাজ্যের সীমানা;
সারা দুনিয়াটা ঠিকানা,
             কোথাও যেতে নেই মানা।


যত বাধা যত রীতিনীতি,
            সবই মানুষ করেছে সৃজন;
মানুষের স্বার্থের লাগি,
           মানুষই করেছে নানা বন্ধন।


পাশ্চাত্য প্রাচ্য উত্তর দক্ষিণ,
            নহে তাহা বিধাতার সৃজন;
স্বার্থের ঠুলি চোখে দিয়ে
           মানুষই করে তাহা বিপণন।


স্বাধীন পরাধীন সাদা কালো;
               সবাই মনুষ্য সৃষ্ট পার্থক্য;
সবার শরীরে হাড় মাংস,
               কাটলে সবার লাল রক্ত।


মানুষই করেছে বিভক্তি;
             তাইতো আজ বিনষ্ট ঐক্য।
বন্ধ হোক যুদ্ধবিগ্রহ
            ভরে উঠুক পৃথিবীতে সখ্য।


মনুষ্য সৃষ্ট পাসপোর্ট ভিসা
               দরকার নেই কারো বন্ধ;
আসবে ফিরে স্বাধীনতা,
            মানব জীবনে ফিরবে ছন্দ।    


পাখির মত মুক্ত হতে চাই,
                 এস একতার গান গাই;
তুলে দাও বাঁধার প্রাচীর;
              পাখির মত স্বাধীনতা চাই।
         তারিখ: ১৭-০৭-২০২৩ ইং;