.      মেঘমুক্ত নহে এবারের শারদীয় আকাশ;
           নাগরাজ ছড়ছে বিষাক্ত নিঃশ্বাস।
          চাঁদ লুকিয়ে আছে মেঘের আড়ালে;
           জ্যোৎস্না দেয় না টিপ খুকুর ভালে।
             প্রকৃতির এই বিরূপ পরিবেশে;
             ঢাকা শহর বৃষ্টিতে গেছে ভেসে;
            জল নিষ্কাশনে নেই সঠিক ব্যবস্থা;
          সিটি কর্পোরেশন ওয়াসায় নেই আস্থা।
           ২০৪১ সালে উন্নত দেশের ঘোষণা;
        অথচ পরিবর্তন নেই মান্ধাতা ব্যবস্থাপনা।


          জীবন নিয়ে চলছে বড়ই হেলাফেলা;
             বন্ধ করতে হবে এই অবহেলা।
           বিদ্যুতের তারে চারটি জীবন শেষ;
           এটাই কী নমুনা উন্নত বাংলাদেশ।
           পিলারে ঝুলে আছে বেশুমার তার;
           সৌন্দর্য বর্ধনে কে নিয়েছে ভার।  
            পরিকল্পনা ছাড়া রাস্তা খোঁড়া;
           জনতা যেন চলছে রেসের ঘোড়া।
              বন্ধ করতে হবে খাই খাই;
     উন্নত দেশ গড়তে উন্নত মানসিকতা চাই।
               তারিখ: ২৬-০৯-২০২৩ ইং;