.        এই পৃথিবীটার চার ভাগের তিন ভাগ পানি;
                  বিষয়টি আমরা সবাই জানি।
         তবু পানির জন্য প্রতিনিয়ত চলে হাহাকার।
                পানির জন্য জীবন যায় বারবার।
           সাগর মহাসাগর সব অথৈ পানির আধার;
          একবিন্দু পানি নাই সেথায় মানুষের খাবার।  


           পানি বিনে বাঁচে না প্রাণ বাঁচে না জীবন;
              কিন্তু দূষিত পানি ডেকে আনে মরণ।
              অতীতে বহুবার পানি এনেছ দুর্ভোগ;
                    ছড়িয়ে দিয়েছে বহু রোগ।
             ডায়েরিয়া কলেরা জন্ডিস আমাশয়;
           মহামারীতে বহু মানব জীবন হয়েছে ক্ষয়।  


         মরু প্রান্তরে পানির জন্য সদা চলে হাহাকার;
               পানি বিনে বহু জীবন হয় ছারখার।
                 শিশু ইসমাঈলের পানি দরকার;
       বিবি হাজেরা সাফা-মারওয়া ঘুরেছেন সাতবার।
             আজও হাজিরা অনুসরণ করেন তাই;
          সাফা-মারওয়ায় তারা সাতবার করে ছায়ী।


         পানি পানি করে মরে বীর কারবালা প্রান্তর;
                  করুণা নাই সীমারের অন্তর।
         বৃষ্টি বিনে ইথিওপিয়া সোমালিয়ায় হাহাকার।
                  দুর্ভিক্ষ দেখা দিচ্ছে বারবার।
               নহে শুধু ইথিওপিয়া সোমালিয়ায়;
        পানি বিনে দুনিয়ায় কোটি মানুষের প্রাণ যায়।


         পানীয় জলের সীমাহীন অপচয় অপব্যবহার;
             প্রকৃতি অস্থির নিতে নারাজ দায়ভার।
                ভূগর্ভস্থ জলের স্তর যাচ্ছে নেমে;  
           নদী-নালা শুকিয়ে জীবন কি যাবে থেমে?
           জীবনের জন্য অপরিহার্য বায়ু আর পানি;
           ধ্বংস হবে পৃথিবী এ সত্য না নিলে মানি।


           বৈরী আচরণে প্রকৃতি যেভাবে হচ্ছে ক্ষুব্ধ;  
            পানির জন্য হতে পারে তৃতীয় বিশ্ব যুদ্ধ।
               খুঁজে নিতে হবে সঠিক সমাধান;
         প্রকৃতির সাথে বৈরিতা করতে হবে অবসান;
           পৃথিবী রক্ষায় অপরিহার্য পানি সংরক্ষণ।
        রাখতে হবে স্মরণ পানির অপর নাম জীবন।
                 তারিখ: ০৩-০৮-২০২৩ ইং;