লাগাবো না কোন গাছ খেয়ে যাব ফল;
এটাই এখন এ যুগের চল।
পারলে গোটা গাছই করব সাবার;
এটাই বুদ্ধিমানের কারবার।
এদেশের মালিক আমরা;
বাড়াবাড়ি করলে তুলে নেব চামড়া।


গাছটা খেয়েছে এ দেশের মাটি-জল;
ন্যায্য পাওনা গাছের ফল।
স্বাধীন দেশে মোরা স্বাধীন;
দেশের সবকিছু আমাদের অধীন।
যা খুশি তাই করতে পারি;
ইচ্ছা হলেই নেবো অন্যের গাড়ি-বাড়ি।  

স্বাধীন মানে ইচ্ছামত চলার অধিকার;
নেবো তাই যখন যা দরকার।
অন্যের বউ-বেটির উপর সমান অধিকার;
নিয়ে যাব বাড়ি যদি হয় দরকার।
কাজ করি না-করি নেবো বেতন;
আমরা তো এ দেশের অতি বিজ্ঞজন।


নীতির মাঝে অতি সুন্দর নীতি দুর্নীতি;
অফিস আদালতের স্বীকৃত নীতি।
সিন্ডিকেটের সাথে চাই অবাধ দুর্নীতি
এটাইতো ব্যবসা-বাণিজ্যের আদর্শ নীতি,
আমরা স্বাধীন নাচি তা ধিন ধিন;
নীতির ধারি না ধার আমরা তো স্বাধীন।
তারিখ: ০১-০২-২০২৪ ইং;