উলঙ্গ শরীর শীতে কাঁপে থরথর;
সূর্য নেই মাথার ওপর।
কুয়াশায় ঢেকেছে সূর্য কিরণ;
শৈত্য প্রবাহে চলে না চরণ।
বরফ ঠান্ডা হাঁটু জল;
কাটাতে হবে সারাদিন, ভাগ্যফল।
পৌষের শীতে কাঁপে হাড়;
পেটে ক্ষুধা তাই কাজে নেই ছাড়।  


চলছে বৈশাখের প্রচন্ড খরতাপ;
করতে হবে কাজ নেই মাফ।
কুকুরও ঘুমিয়ে আছে ছায়ায়;
কাজ ছাড়া আমাদের নেই উপায়।
বর্ষায় ভিজে শরীরে জ্বর;
  মরণব্যাধি শরীরে করেছে ভর।
ভেজা শরীর বইতে হবে ভার;  
পেটে ক্ষুধা তাই কাজে নেই ছাড়।


আমরা মজুর শীতে করি কাজ;
উলঙ্গ শরীর নেই সাজ।
আমরা মজুর গ্রীষ্মে করি কাজ;
নেই সম্মান শুধুই উপহাস।
আমরা মজুর বর্ষায় করি কাজ;
ভাঙ্গা ঘরে আমাদের বাস।
আমরা মজুর দৃষ্টি নেই বিধাতার;
পেটে ক্ষুধা তাই কাজে নেই ছাড়।
তারিখ: ২৭-০১-২০২৪ ইং