পেটত নাই ভাত গোয়াত নাই কাপড়;
সকাল বিকাল সোয়ামি মারে থাপড়।
ন্যাতায় কয় মুই নাকি দেশের মালিক!
নোয়াম মুই মালিক মুই বুড়া শালিক।


ও ভাই ভোট দিবার সময় বুঝি হইছে;
তাই বুঝি হামার ন্যাতায় কথা কইছে।
বুঝবার পানু তোমার মিষ্টি মিষ্টি কথা;
নোয়ায় কথা এক্কেবারে ব্যাঙের মাথা।


মালিক হইয়া ভিক্ষা করিয়া ভাত খায়;  
কথা শুনিয়া তোমার বড়ই হাসি পায়।
চাউলের অভাবে জ্বলে না ঘরের চুলা;
জোটে না কপালত চৈত মাসের মুলা।


কতই করবেন বাহে তোমরা প্যাকনা;
এবার হামাকগুলাক মুক্তি দেও একনা।
মিষ্টি মিষ্টি কথা আর নরম হাব-ভাব;
ভোটের পরে হয়ে যাবেন তো লাটসাব।
তারিখ: ০৫-০২-২০২৪ ইং;