.
   আরও একটি বছর, পৃথিবী থেকে নিল বিদায়;
                 নানা সাফল্য ব্যর্থতায়।
      পদ্মা সেতু আর মেট্রো রেলের  উদ্বোধন;
          বাঙালির জন্য ছিল এক শুভক্ষণ।
         ঘন বসতিপূর্ণ আমাদের বাংলাদেশ;
   তবুও করোনা মোকাবেলায়, সাফল্য ছিল বেশ।
     মানুষের মাথাপিছু আয় এখন ২৮২৪ ডলার;
   এটা নিসন্দেহে একটা সুখবর, সবাইকে বলার।


    ডলার সংকটের সাথে বিদ্যুতের বড় ঘাটতি;
                  ঝামেলা ছিল বাড়তি।
     রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সংকট;
                   বিপদ করেছে প্রকট।
      জিনিসের দাম ব্যপাক হারে গিয়েছে বেড়ে;
         মানুষের কল্পনার সীমা গেছে ছেড়ে।
        বছরের শেষে রাজনৈতিক গোলযোগ;
   কেড়েছে দেশের সাধারণ মানুষের মনোযোগ।


  ভালমন্দ চলে পাশাপাশি, আছে শুরু নেই শেষ;
                 তারপরও এগুচ্ছে দেশ।
      বাহাত্তরের তলা বিহীন ঝুড়ি, পরেছে তাজ;
            ইমার্জিং টাইগার সবে বলে আজ।
   উন্নয়নধারা ২০২৩ সালেও থাকুক বিরাজমান;
      মুখরিত হোক মোদের জীবনের জয়গান।
     সবাই থাকুক একসাথে, নিয়ে আনন্দ হর্ষ;
                 সুস্বাগতম ইংরেজী নববর্ষ।
                 তারিখঃ ০১-০১-২০২৩ ইং;