পুরাতনের সমাধি পরে নবীনের বাসর ঘর;
এ সত্যটাই নিয়েছে মেনে বিশ্ব চরাচর।
২০২৩-কে জানাই বিদায়ী অভিবাদন!
সুস্বাগতম-২০২৪! সার্থক হোক তব আগমন।
জীর্ণতা হিংস্রতার হোক চির অবসান;
ছড়িয়ে পড়ুক ধরা মাঝে আনন্দ হাসি গান।
ফুলে ফলে ভরে উঠুক বসুন্ধরা;
নিপাত যাক সব অশুভ অসত্য ক্ষুধা জ্বরা।  
তেইশের অপূর্ণতায় আসুক পূর্ণতা;
দূর হয়ে যাক মনের সব কালিমা সব দৈন্যতা।  


মাটির পৃথিবীতে আসুক নেমে স্বর্গীয় সুখ;
গ্যালাক্সির বাইরে চলে যাক দুখ।
মানুষে মানুষে অসাম্যের হোক চির অবসান;
মানুষ হোক একে অন্যের ভ্রাতৃ সমান।
সকল কলহ-বিবাদ যুদ্ধ হোক বন্ধ;
চিরতরে দূর হয়ে যাক সকল অমঙ্গল দ্বন্দ্ব।
জ্ঞান-বিজ্ঞান শিক্ষায় মানুষ হোক অনন্য;
মানুষ হোক মানুষের জন্য।
রক্তমাংস আকৃতিতে পরিচয় নাহি পাই;
মানবীয় গুণে পূর্ণ, সত্যিকারের মানুষ চাই।  
তারিখ: ৩১-১২-২০২৩ ইং;