নদীর স্রোতধারা সদা চলমান;
বাঁধ দিলে হয় বেগবান।
ভেঙ্গে নেয় সম্মুখে যা পায়;
উত্তাল গতিতে সাগর পানে ধায়।
সভ্যতারও হয় বিবর্তন;
আদিম যুগ থেকে বর্তমানে পদার্পণ।


বাধা দিয়ে রোখা যায় না বিবর্তন;
এটাই সত্য চিরন্তন।
প্রস্তর যুগের দুঃসহ মানবজীবন;
ইলেকট্রনিক্স যুগ এনেছে শুভক্ষণ।
মানব জীবন সুখ সমৃদ্ধি ভরা;
দূরে সরে গেছে এখন অনেক জ্বরা।


বাধা নয় বিবর্তনকে জানাই স্বাগতম;
এটাই জীবনের জন্য উত্তম।
বিবর্তনের সাথে যদি ময়লা পাও;
সেটুকুই শুধু বাদ দাও।
বিবর্তনকে যে জানায় আহ্বান;
সেই তো দুনিয়ায় সত্যিকারের বুদ্ধিমান।
তারিখ: ১৮-১২-২০২৩ ইং;