না পাওয়ার ব্যথা নিয়ে শুধুই হাহাকার;
প্রাপ্তি নিয়ে ভাব তো একবার।
তোমার এ জীবনখানা বিধাতার দান;
তার তরে কী কী করেছ সম্প্রদান।
পেয়েছ রক্ত মাংসের সুস্থ দেহ মন;
অসুস্থতায় কাতরাচ্ছে লক্ষ জন।
কতজন প্রতিবন্ধী বিকলাঙ্গ;
সবাই পরিহার করে তাদের সঙ্গ।
কত উঁচুতে দেখ অবস্থান তোমার;
এ কথাটি কায়মনে ভাব দেখি একবার।  


হয়তো নেই তোমার কাছে গাড়ি বাড়ি;
নেই ব্যাংক ব্যালেন্স নহে পকেট ভারি;
তুমি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীধারী;
ক’জন স্কুলের দরজা দিতে পেরেছে পারি?
বিসিএস দিয়ে হতে পারনি আমলা;
হয়েছ ব্যাংকার দিতে হয়নি তো কামলা।
পিতা-মাতার আদরে তুমি লালিত;
কত এতিম অন্যের ঘরে হচ্ছে পালিত।
কতজন দারিদ্র্য সীমার নিচে করে বাস;
উন্মুক্ত বাতাসে বুক ফুলিয়ে নিচ্ছ নিঃশ্বাস।  


এ জগতে কত কিছুই এ মন পেতে চায়;
সত্যিকারে কতটুকু তার পায়?
সব চাওয়া পূরণ কী সম্ভব এ ধরণীতে;
নির্মম এ সত্য সবাইকে হবে মেনে নিতে।  
না পাওয়ার তালিকা নহে বারবার;
তাহলে জীবন ঢেকে দেবে গাঢ় অন্ধকার।
যা পেয়েছ দেখো তাই ঘুরে ঘুরে;
না পাওয়ার ব্যথা চলে যাবে অনেক দূরে।
শান্তি তরে নেগেটিভিটি দাও তাড়িয়ে;
পজিটিভিটি স্বাগত জানাও দু’হাত বাড়িয়ে।
তারিখ: ২৪-১২-২০২৩ ইং;