.     প্রেম! তুমি জ্বলন্ত বারুদ পুড়ে কর ছারখার?
             ভস্মীভূত করো জীবনের চারিধার।  
                তুমি শিব ধ্বংসের অবতার?
           ত্রিনয়নের আনলে জ্বলে পুড়ে একাকার।
                     নাকি তুমি নীলকণ্ঠ;
             সকল হলাহল করেছ পান আকণ্ঠ?
             নবী রাসূলের শাশ্বত প্রেমের বাণী;
            নাকি অষ্টম এডওয়ার্ডের ভিখারিনী?
               ইসরাফিলের সিঙ্গার অংশ তুমি;
      এক ফুৎকারে তুলার মত উড়ে যাবে সব ভূমি?

            নাকি প্রশান্ত মহাসাগরের শীতল জল?
             অবগাহন করে মন হয়ে যায় শীতল।
                 তুমি কি আইয়ুব নবীর রহিমা;
           স্বামীর সেবায় পার করেছ সকল সীমা।  
                 তুমি কি শ্যামের হাতের বাঁশি;
             সুরে সুরে কুলবালা হয়ে যায় উদাসী।
                 হারিয়ে ফেলে সংসার কুলোমান;
                 হৃদয়ে বাজে কেবলি বিরহের গান।
        রোমিও জুলিয়েট লাইলি মজনুর অমর কাহানী;
                 নাকি শিরি-ফরহাদের শোক বাণী।


          প্রেম তুমি কি উদাসী পল্লীবালার মর্ম বেদনা;
                লিওনার্দো দা ভিঞ্চির অমর সাধনা?
                 উগ্র অত্যাধুনিকার শারীরিক চাহিদা;
                   নাকি অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ সীতা।  
                       শাহজাহানের তাজমহল;
                   নাকি রানী ক্লিওপেট্রার হলাহল।
            রাজা থেকে পথের ফকির খোঁজে নিশিদিন;
                       উত্তর থেকে যায় অচিন।
          কেহ বলে অমৃত সমান কারো কাছে হলাহল;
           খুঁজে পাবে না উত্তর শত জন্ম হবে বিফল।
                     তারিখ: ০২-০৮-২০২৩ ইং