.     ভালবাসি ভালবাসি জপ করি দিবানিশি;
     জপের মালা পরে সিদ্ধি পেল মনি ঋষি।
          হে গুণী, ভালোবাসা কারে কয়;
         শারীরিক সম্পর্ক বিনা কিছু কি নয়?
     কয়েস হলো মজনু লায়লাকে বেসে ভালো;
     সেকি লায়লার শরীর না তার মনের আলো!


      রাজা ত্যাজিল সিংহাসন ভিখারিনীর লাগি;
      আরো কত কত মহাজন হয়েছেন বিবাগী।
         ট্রয় নগরী ধ্বংস হয় হেলেন তরে;
        কৃষ্ণ প্রেমে রাধা কলঙ্কিনী হয়ে পরে।
      মমতাজের সমাধিতে মহল বানাল শাজাহান;
       অশরীরি ভালবাসা করেছিল তাদের মহান।


       খোদার প্রেমে মত্ত ভক্ত তেজিল বাক্য জল;
       ধ্যানমগ্ন হয়ে নিলো আশ্রয় অশ্বত বৃক্ষ তল।
           ভালোবাসায় থাকতে পারে যৌনতা;
           যৌনতাই ভালোবাসার নয় মূল কথা।
       আত্মার সাথে অন্তরাত্মার মিলন পায় ভাষা;
       খোদা প্রদত্ত স্বর্গীয় অনুভূতি নাম ভালোবাসা।
               তারিখ: ০৯-০৭-২০২৩ ইং;