স্বাধীনতা মানে শুধুই কি লাল সবুজের পতাকা?
নাকি একটা রঙ্গীন মানচিত্র দেয়ালে ছবি আঁকা?
স্বাধীনতার পঞ্চাশ বছর মোরা করেছি অতিক্রম;
তারপরও কেন আজও হৃদয়ে জেগেছে এ ভ্রম?


ত্রিশ লাখ শহীদের রক্ত আর দু'লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে কেনা স্বাধীনতাটা আমাদের।
শুধু পুরুষ নয় নারীও কাঁধে নিয়েছিল তুলে অস্ত্র;
তবু কেন পুরুষের লালসায় নারী আজ বিবস্ত্র?


পত্রিকায় প্রতিদিন নারী নির্যাতনের খবর আসে;
সকল নারীর স্বাধীনতা আজ ভূলুণ্ঠিত এ দেশে।
পরিবারে মাঝে ৮৭ ভাগ নারী নির্যাতনের স্বীকার।
এটাই সত্যিকারের চিত্র মোদের নারী স্বাধীনতার।


পাঁচ বছরের শিশু কন্যা থেকে আশি বছরের বৃদ্ধা,
নহে কেহ নিরাপদ আতঙ্ক মাঝে থাকে তারা সদা।
ট্রেন, বাস, রাস্তা, স্কুল, কলেজ, ভার্সিটি, পরিবার,
সবখানেই চলে তাদের সাথে লাগাতার অত্যাচার।


স্বাধীন আর সভ্য বলে আমরা সগর্বে দেই পরিচয়।
আইয়ামে জাহিলিয়াতের সাথে পার্থক্য কোথায়?
এ দেশে নারী হয়ে জন্মানোটাই মূর্তিমান অপরাধ;
তবে কি নারী পাবেনা কোনদিন স্বাধীনতার সাধ?
তারিখঃ ১০-১১-২০২২ ইং;