এই পৃথিবীটায় নানান জাতের বাস;
সবার আছে পৃথক নিবাস।
শিল্পপতি থাকে অট্টালিকা ‘পরে;
হতদরিদ্র কুঁড়েঘরে।
জ্ঞান-বিজ্ঞানে মানুষ অসাধারণ;
তবুও নহে একে অন্যের আপন।


কারোবা গাত্রবর্ণ সাদা স্বর্ণ কেশ;
কারো কাল অঙ্গে স্বর্ণালী বেশ।
দুনিয়াটা নানা রঙের বাস;
খাটো লম্বা আকৃতি ছড়ায় সুবাস।
নানা জাতির নানা কালচার;
পৃথিবীটা হাসিমুখে বইছে সবার ভার।    


রক্ত সবার লাল হোকনা সাদা কালো;
একই চন্দ্র সূর্য থেকে পায় আলো।  
জন্ম সবার মাতৃ জঠরে;
জন্মে পর একই সুরে কান্না করে।
ভিন্নতা থাকে মুখের ভাষায়;
পার্থক্য পাবে কী তার ভালোবাসায়?


সব নিয়ে পৃথিবীটা বিধাতার দান;
সবার দেহে আছে একই প্রাণ।
শূন্য হাতে সবার পৃথিবীতে আগমন;
শূন্য হাতেই আবার প্রত্যাগমন।
তবু মানুষের মাঝে বিভেদের প্রাচীর;
এই অচলায়তন ভাঙবে কোথা সে বীর?
তারিখ: ২২-১২-২৩ ইং;