বাজারে আগে মিনতি ছিল;
ঘুরতো পিছু বইত সদাই;
এখনতো ভাই মিনতি নাই।
খসমকেই দিল দায়িত্ব তাই।  

লাগে টাকা দিবে গৌরীসেন;
গৌরী এখন নিরুদ্দেশ।
স্ত্রীর চাহিদার নেই শেষ;
পতি নিয়েছে সেই বেশ।

যত দোষ সবটাই নন্দ ঘোষ;
নন্দ গেছে সাগর পাড়ে।
গিন্নির খুশি বাঁধ না মানে;
দোষ চাপাবে স্বামীর ঘারে।

সবাই মিলে একটি পরিবার;
প্রত্যেকের অনেক দরকার।
কার কাছে করবে আবদার;
তাই স্বামী বেচারার দরকার।
তারিখ: ০৭-০৩-২০২৫ ইং;