রাজেশ্বরীর পুস্প কানন, জানায়নি আমন্ত্রণ;
রাজকুমারীর ফুলদানির করিনি সোভা বর্ধন।
আমি এক নামহীন বনফুল;
জন্মই আমার আজন্ম ভুল।
অযত্ন অবহেলায় বন মাঝে উঠেছি বেড়ে;
কতজন সদম্ভে গেছে আমায় লাথি মেরে।


রূপে ছিল অসাধারণ, আমার এ চাঁদ বদন;
সুবাসে সুবাসে ভরিয়ে দিয়েছিলাম কুঞ্জবন।
তবু পাইনি কারো আদর;
কেউ করেনি মোর কদর।
যদি হতে পারতাম টকটকে লাল গোলাপ;
প্রেমিকের হাতে শোভা পেত ঘুচে যেত পাপ।


হতে যদি পারতাম, ধবধবে সাদা বেলী ফুল;
খোঁপায় জড়িয়ে আনন্দে ভাসাতাম দু'কূল।
সাথীহারা আমার জীবন;
বাড়ি আমার সুগভীর বন।
আমার দুঃখের বোঝা বইবে না কেহ আর;
জীবনটা আমার ঢেকে দিয়েছে ঘন আঁধার।
তারিখ: ২০-০৫-২০২৩ ইং;