হাসি ঝড়ে পড়ছে দু'টি ঠোঁটে;
তাকালে ফেরেনা চোখ মোটে।
উন্নত নাসিকা মুক্তা ঝরান দাঁত;
মনে হয় শারদীয় পূর্ণিমার চাঁদ।


সাদা শুভ্র বসনে ঢাকা ভরট বুক;  
তাকালেই মনে আসে স্বর্গ সুখ।  
সামনে দাঁড়িয়ে পরিপূর্ণ নারী;
অপরূপ লাগছে সাদা শুভ্র শাড়ি।

ফিরেনা দৃষ্টি তাকালে আঁখি পানে;
মনটা ভরে উঠে শ্যামের গানে গানে।
অবেলায় উদাসী হলো শান্ত এ মন;
হবে গো প্রিয় সখী আমার আপন?
তারিখ: ২৫-১০-২০২৩ ইং;