এ পৃথিবী বিজয়ীকে জানায় স্যালুট;
যদিও করেছেন তিনি সর্বস্ব লুট।
বরমাল্য গলায় দিয়ে করে বরণ।
তার তরে নির্মিত সারি সারি তোরণ।
সারাদেশে জয়ধ্বনি বিজয়ের গান;
পুষ্প বৃষ্টি করে জানানো হয় সম্মান।
সানাই নহবত কামানের গর্জন;
খুশিতে আটখানা দেশবাসীর মন।


বিশ্বে পরাজিতের নেই কোন সম্মান;
অপমানে অপমানে জর্জরিত প্রাণ।  
ভাগ্যে কন্ঠক আসন আর অপমান;
শুনিয়ে শুনিয়ে গায় ব্যঙ্গাত্মক গান।


মাথা উঁচু করে বাঁচতে চাও সমাজে;
সাফল্য ছিনিয়ে নাও নিজ নিজ কাজে।
তারিখ: ২৮-০৭-২০২৩ ইং;