সবাই জীবনে সাফল্য চায়;
কিন্তু ক'জন তা’ পায়!
সামান্য ক’জন লক্ষ্যে পৌঁছায়;
বাকিরা শুধু কপাল চাপড়ায়।
করে না কোন কর্ম;
মানে না জীবনের ধর্ম।
ভাগ্যের দিকে তাকিয়ে রয়;
ভাবে ভাগ্য এনে দেবে বিজয়।


অলক্ষ্যে হাসে ভাগ্য বিধাতা;
দেখে কর্মের শূন্য খাতা।
কর্ম বিনে পাবে না সাফল্য;
এ চাওয়ার নেই মূল্য।
পেতে যদি চাও কাঙ্খিত ফল;
লক্ষ্যে থাকতে হবে অটল।
করতে হবে কঠোর সাধনা;
তবেই পুরতে পারে মনোবাসনা।
তারিখ: ০৯-১২-২০২৩ ইং;