মানুষ মানুষের জন্য;
             মানবতায় মানুষ অনন্য।
তাই মানুষ সৃষ্টির সেরা;
           জীব জগতে মানুষই ধন্য।  


মানুষ যদি মানুষকে,
               করে বেচাকেনার পণ্য;
মানবতা কেঁদে মরে,
      পশুর অধম বলে হবে গোণ্য।


এক শ্রেণীর নরপশু,
                নারীদের করছে পণ্য;
পাচার করছে ভিন্ন দেশে,
            মানা যায়? নিষ্ঠুর জঘন্য।


পৃথিবী থেকে দাস প্রথা
            উঠে গেছে বহু যুগ আগে।
যৌন দাসী এখনো বর্তমান,
               মনে ভীষণ দুঃখ জাগে।


নিষ্ঠুর অভাবের তাড়নায়,
            নারী করে কাজের সন্ধান।
দালালের নিষ্ঠুর আচরণ;
      যৌনদাসী হিসাবে করে চালান।


এভাবে লক্ষ নারী হায়,
                বিদেশে ইজ্জত বিকায়;
দেশে ফিরবে নেই উপায়,
        খোদার কাছে করে হায় হায়।


নারীও মানুষ আছে মন;
          আছে ভাললাগা ভালবাসা।
সে চায় সুখের সংসার;
          যেথায় মিটবে মনের আশা।


দিতে হবে তাকে সম্মান,
       নিশ্চিত করতে হবে অধিকার।
ইচ্ছের বিরুদ্ধে নহে জোড়;
    নারীর সাথে প্রতারণা নহে আর।
     তারিখ:১৫-০৯-২০২৩ ইং;