রাজা মহাশয়ের বড়ই অসুখ;
তিনি কিনতে চান সুখ।
যে দেবে তারে সুখের সন্ধান;
অর্ধেক রাজত্ব করবেন দান।  
ঘোষিত হয় রাজসভায়;
বায়ু বেগে চারদিকে খবর ধায়।


ঢ্যাঁড়া পিটানো হল রাজ্যময়;
সুখের খবর আনে বহু মহাশয়।
নতুন রাজ্য করলে জয়;
কেটে যাবে মনের ভয় ।
অনিন্দ্য সুন্দর নতুন রানী;
জুড়াবে রাজার হৃদয় খানি।    


বনের মাঝে করেন শিকার
দূর হবে মনের বিকার।
নর্তকীর নাচ আর গান;
মনে বইবে দিবে খুশির বান।
শুনলে সুন্দর জোক;
বিতাড়িত হবে সব রোগ শোক।  
    
নানা কথা শুনায় লোকজন;
কথায় ভরে না রাজার মন।
শেষে অনাবৃত তরুণ একজন
সুধায়, শুনুন হে রাজন;
চলুন বনে আমার সনে;
সকল সুখ এনে দেব তব মনে।


তুলে দিল কুঠার রাজার হাতে;
এস কাঠ কাটি একসাথে।
এক প্রহর কাটে কাঠ রাজা;
চৈত্র দুপুর শরীর ভাজা ভাজা।
রাজা কয় ক্ষুধায় প্রাণ যায়;
ঠান্ডা পানি দিবে কি আমায়?


তরুণ শুকনো রুটি আর পানি,
রাজার হাতে দিল আনি।
রাজা গোগ্রাসে রুটি পানি খায়;
শুকনো মাটিতে ঘুমিয়ে যায়।
পারন্ত বিকালে রাজার ভাঙ্গিল ঘুম;
বলে তরুণের লালাতে দিয়ে চুম।


বহুদিন পর নিদ্রা দেবী দিল ধরা;
বিদায় নিয়েছে সব জ্বরা।
কুচিন্তা ডেকে আনে রোগ শোক;
শরীর সুস্থ রাখে কর্মযোগ।
কর্মেই জীবনের সাধনা;
কর্ম মাঝেই স্রষ্টার আরাধনা।


তুমি বেঁধেছ মোরে কর্মের বাঁধনে।
সুখের ঠিকানা পাই কর্ম সাধনে।
তারিখ: ২৬-০৯-২০২৩ ইং;