.
          সারা বছর বরফে ঢাকা থাকে, একটি দেশ;
                      দূষণমুক্ত পরিবেশ।
                বরফের ঘরে মানুষ করে বাস;
           তবে নির্মল বাতাসে বুক ভরে নেয় শ্বাস।
                       মাছ ধরে খায় খানা;
         সীল, চিংড়ি সামুদ্রিক মাছ শিকারে নেই মানা।
           দেশটার নাম হওয়া উচিত "আইসল্যান্ড";
             ভুল করে নাম দিল তার "গ্রীনল্যান্ড"?


           আমাদের ঢাকা চব্বিশ ঘন্টা থাকে খোলা;
                 একবার এলে যাবে না ভোলা।
                দিনরাত সশব্দে চলে সকল যান;
              শব্দের চোটে নষ্ট হচ্ছে বুড়োদের কান।
                   সদা ব্যস্ত শহরের মানুষ জন;
           শহরে আছে অধিক হারে সীসা আর কার্বন।
              ইমারতে ভরা শহর, নেই কোন ফাঁকা;
        বলিতে পারিব না, কেমনে নাম হল তার "ঢাকা"?


          নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে যে জীবনভর।
                কেন তারে বলা হবে স্বার্থপর?
                "স্বার্থনিজ" যদি হতো শব্দটা;
          সবার কাছে পরিষ্কার হতো তবেই, অর্থটা।
                     মাথায় যাদের গন্ডগোল
                    তারা কেন হবে "পা-গোল"
                   শব্দটা যদি হতো "মুন্ডগোল";
       তবেই সঠিক হত, চারিদিকে বইত হাসির রোল।


          বসন্তের আগমনে চারিদিকে পড়েছে হুলস্থূল;
            বসন্ত রাঙিয়ে ফুটেছে টকটকে লাল ফুল।
                 ফুলটির নাম দিয়েছে কৃষ্ণচূড়া;
        নাম পরিবর্তন করে দেয়া উচিত, "লোহিতচূড়া"।
               রাজারনীতি, নাম তাই রাজনীতি;
          এক সময় রাজা ছিল সবাই মানত এ রীতি।
                 এখন রাজা নেই, মালিক জনগণ;
        আজ থেকে বলব "জননীতি", এই মোদের পণ।
                       তারিখ: ১৩-০২-২০২৩ ইং;