দু’টি গ্লাস থাকলে পাশে লাগবেই ঠোক্কর;
তবে ঠোক্করে থাকবে না অধির জোর।
ঠোক্করে যদি গ্লাস ভেঙ্গে যায়;
তবে সবাই ক্ষতির পাল্লায়।
তাই নাড়াচাড়া করতে হবে আস্তে ধীরে;
হলো কিনা ক্ষতি দেখতে হবে ফিরে ফিরে।
দাম্পত্য সম্পর্কটাও ঠুনকো গ্লাসের মত;
লাগবে টুংটাং হবে না গভীর ক্ষত।
টুং টাং শব্দটা জীবনের বয়ে আনে ছন্দ;
এটা প্রেমের মিষ্টি শরবত নহে দ্বন্দ্ব।
সজোরে ঘর্ষণ করতে হবে বর্জন;
ঝড়বে না বৃষ্টি ধারা হতে পারে বজ্রপতন।
কোথায় থামতে হবে তা যদি থাকে জানা;
তবেই খুশিতে ভরবে জীবন খানা।
চারদিকে ওৎ পেতে আছে উসকে দিতে;
নিজেরটা নিজেকেই খুঁজে হবে নিতে।
যে বের করতে পারে থামার উপায়;
দাম্পত্য কলহের বিজয় মুকুট তারই মাথায়।
তারিখ: ০১-০৬-২০২৫ ইং;