.   পিতা! চোখ দু'টো কেন তব আজি ছলছল;
          তোমার জীবন হয়নিতো বিফল।
              অথবা, নহ তুমি নিষ্ফল।
          কানায় কানায় পূর্ণ তব জীবনখানা;
          আনন্দ করতে আজ নেই তো মানা।
       চলে না পদযুগল, তাই বুঝি নেমেছে ঢল!


        পিতা, খোল আঁখি, মুছে ফেলো অশ্রুজল;
                    করো একবার স্মরণ;
          তোমার হাত ধরে আমার প্রথম পথচারণ।
              তুমিই শিখিয়েছ কথা বলার ভাষা;
                   প্রাণে যুগিয়েছো বাঁচার আশা।
            তোমার সাধনা এতোটুকু হয়নি বিফল।


         তোমার লাগানো বৃক্ষে আজ ধরেছে ফল।
             কাঁধে নিয়েছি সকল দায়িত্ব তুলে;
               সে কথা গিয়েছো কি ভুলে?
           পায়ের নিচে আছে আমার শক্ত ভূমি;
          আমার পায়ে এখন থেকে দাঁড়াবে তুমি।
        পিতা, খোল আঁখি, মুছে ফেলো অশ্রুজল।
                  তারিখ: ২৪-০৩-২০২৩ ইং;