তোমার গভীর কাল দু'চোখ, সদা ডাকে মোরে;
হারিয়ে যেতে ইচ্ছে করে, ও চোখে একে বারে।
ওগো হরিণ নয়না; তুমি আর মোরে ডেক না;
তাকালে তোমার চোখে, মন আর ঘরে রয় না।


মহাসাগরের মত সুগভীর ও দু'টো চোখে;
তাকালেই, সাঁতার দিতে বড় ইচ্ছে জাগে।
ইচ্ছে করে ভাসিয়ে দেই, হাল ছাড়া নৌকা;
পালের বাতাসে ভাসব, দিকভ্রান্ত হয়ে একা।


কাজল কাল দু'টি আঁখি; মমতা মাখা;
কোন শিল্পীর নিপুণ হাতে এটা আঁকা?
আস্থা ও বিশ্বাসে ভরা নির্ভরতার প্রতীক;
চোখে চোখ পরলে, মন ভরে পাই সুখ।


দুঃখ পেলে জলে ভাসে, তোমার দু' নয়ন;
তোমার ব্যথায় ব্যথিত হয়, আমার মন।
ভয় পেলে হয়ে পর অস্থির, উত্‍কণ্ঠিত;
তখন মোরে খোঁজ ও চোখে, হয়ে শঙ্কিত।


মুখে মুখে না বলা কথা, যাও চোখে বলে
আরও কত কথা হয়, কাজলে কাজলে।
লাজুক লাজুক চোখের মিটিমিটি দৃষ্টি,
আহ্বান জানায়, করতে হবে নতুন সৃষ্টি।


তোমার ঐ বাঁকা চোখের চাহনিতে আছে নেশা;
চোখে পরলে চোখ, হারিয়ে যায় মুখের ভাষা।
কাজল চোখের মায়াবী দৃষ্টি, করে আনমনা;
ভাসিয়ে নিয়ে চলে, মোর সুখ সাগরের সীমানা।
             তারিখঃ ২১-০৮-২০২২ ইং;