ক্লাসে আমি ছাত্র ছিলেম ভালো;
বলত শিক্ষক ছড়াব আলো;
অংক জ্ঞান অসাধারণ;
অংক স্যার সদা করতো স্মরণ।
প্রিয় ছাত্র আমি তার;
মাঝে মধ্যে দিত ক্লাসের ভার।


জ্যামিতি পাটিগণিত বীজগণিত;
দক্ষতা সন্দেহাতীত।
আমিও ভাবতাম অংকে পাকা;
ঠিকভাবেই চলবে সংসারের চাকা।
সবার ঘরে দুই সন্তান;
অংকে পাকা তাই পাঁচ খান।
  
সংসারটা চালাই হিসাব করি;
চাকরিতে নেইনা উপরি।
অধস্তনের আছে বাড়ি গাড়ি;
আমার ঘরে চলে না হাড়ি।
সকাল বিকাল বউয়ের ঝামটা;
উপায় নাই নাচতে থাকি খ্যামটা।    


চাকরি থেকে নিলাম অবসর;
জানিনা কেমনে চলবে ঘর!
দু'টি মেয়ের বিয়ের বাকি;
আকাশের দিকে তাকিয়ে থাকি।
জীবনের অংক বড়ই কঠিন;
এবার নেমে আসবে বুঝি দুর্দিন।  


মেলেনা জীবনের হিসাব নেই পূণ্য;
হিসাবের খাতায় দেখি বিশাল শূন্য।
তারিখ: ১৯-১০-২০২৩ ইং;