আমার এ মাটি দিশনে তোরা ফেলে ,
আমার এ মাটি মাখিয়াছি তাজা জলে ।
আমার এ জল মিশেনা অন্য জলে ,
আমার এ জল মাঝে মাঝে কি যে বলে ।


আমাকে তোরা যতই বলিস যেতে ,
এই মাটি আমার মিশে আছে নিঃশ্বাসে ।


যতই তোরা চালাবি গুলি
আমার মুখে থাকবে বুলি ,
বাংলা মিশে আছে গাঁ তে,
আমি যে বাংলার সূর্য দেখেছি প্রভাতে ।


আঘাতে,আঘাতে মারবি যদি আমায় মার!
তবুও বলি বাংলা আমার বুলি
কেরে নিবি কে, সাহস আছে কার ?


আমিতো বাংলার,
বাংলা আমার বুলি আসবে বারেবার ।
আমি তো বাঙ্গালি ,
বাংলা আমার গালি মুখে শুনবি বারেবার,
তোদের মুখে মানাবেনা গালি ,
তোরাতো রাজাকার।