শুধু তোমাকে মনে পড়ে আজ বেশি,
মনে পরে তোমার সেই হাসি,
যার জন্য বারে বারে ফিরে আসি।
এ কেমন হাসি!
যে হাসি কাদায় আবার হাসায়
মন করে উদাসী ,
দেখেছি কত জনকে,
তবুও মন চায় তোমার মন কে ভালোবাসি।


প্রেয়সী তুমি থেকো আমারি জন্যে,
আমি তোমার জন্যে নিয়ে আসবো
ছোট্ট একটি ডিংগা,
যার চূড়ায় বসে তুমি প্রেমের দোল খাবে,
বাতাস তোমাকে বলে যাবে
আমার না বলা কথা ।


তোমাকে রাঙ্গিয়ে যাবে আমার অজান্তে
তুমি শুধু আমারি পথ চেয়ে বসে রবে,
আমার আসার আর বেশি সময় নেই
আর কটাদিন বাকি।


তোমাকে দেখার বড় ইচ্ছে আমার
তুমি কেমন আছো?
তাও বলার সময় পাইনা,
কি করবো বলো, কত কাজ বাকি,
একদিকে হানাদার আর অন্যদিকে রাজাকার পাটি।


তারা কিছুতে আসতে দিচ্ছেনা ,
তুমিতো জানো তারা আমাদের
এই দেশ কে ধবংস করতে চায়।
আমাদের কে তারা নাকি
থাকতে দিবেনা আমাদের এই গাঁয় ।


তারা কেন এমন করছে ?
তারা কি চায় ?


জানো, মাঝে মাঝে
আমার সবকিছু লন্ডবন্ড করে দিতে মন চায়,
কিন্তু কি ভাবে?
তারাতো সংখায় অনেক ।


তাদের আছে গোলাভরা বারুদ
যার সামনে আমাদের দাড়াবার,
শক্তি অনেক  দুর্বল ।


তুমি দেখো আমরাই জয়ী হবো,
কেননা আমাদের মাঝে আছে অযস্র ভালোবাসা,
যে ভালোবাসা শুধু তোমাদেরি জন্যে।


শত্রুরা যতই হোক শক্তিশালী
আমাদের আছে ভালোবাসার শক্তি,
যে শক্তি আমাদের কে দিবে,
একদিন মুক্তি ।


আমারা নইকো দুরবল
আমাদের এই মাতৃ-ভূমি অঘাত সম্বল।


আমি জানি তুমি নিয়ে আছো,
আমার জন্যে অনেক ভালোবাসা
হায় এ কি হল!
কিসের শব্দ আসে ?
প্রেয়সী আমাকে যেতে হবে ডাক পরেছে ঐ গায় ,
জানিনা মাঝে মাঝে,
কিসের সব্দ শুনা যায়।
একি ! একি!!  সবাই কাদছে কেন ?
প্রেয়সী, ভালথেকো তুমি
আমি চলে যাই।


আজ আমি ক্লান্ত,
আমার এ দেশ হলো শান্ত,
বাড়ি ফেরাদায় ।


গাজীরা আমি আসি
আমার সময় বয়ে যায়,  
প্রেয়সী আমার বসে আছে  ছোট্ট সেই গাঁয় ।
হায়রে দেশ হায়রে মাটি ,তুই যে আমার কাছে
সোঁনার চাইতেও খাঁটি।


আজ মনে কত আশা
প্রেয়সীর মনে বাঁধবো নতুন বাসা ।
বাড়িতে কারো শব্দ নেই কেন ?
কোথায় গেল সবাই ?
মা, মা, বাবা,
চারদিকে খুঁজি।
কি হল,
সবাই আমার ওপর রাগ-করলো  বুজি?


মা, মা, বাবা!
ওরা তোমাদের কে ও বাঁচতে দিলোনা বুজি ,
প্রেয়সী তুমি ও চলে গেলে আমাকে ছেরে
তোমাদের ছেরে কি ভাবে থাকবো আমি
দেখলেনা একবারো ভেবে ?


ঝুলে আছে লাশ
নিরব তাদের মন, মনে হ্য় আমাকে কিছু
বলতে চাচ্ছে আমার মা
মা, মাগো! মা!!
আমাকে একটু বুকে টেনে নাওনা
আমি আজ কত ক্লান্ত
তুমি তাকিয়ে দেখ আমরা আজ স্বাধীন,
মা, মাগো, মা
তোমাদের আর পালিয়ে থাকতে হবেনা
আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা !


প্রেয়সী তুমি ও কি মা আর বাবার মত,
রাগ করলে নাকি?
তবে কেনো আশা দিয়ে চলে গেলে ,
আমায় দিয়ে ফাকি।