আমি আসবো বলে
জ্বলে ছিল কত আতস-বাতি ,
আমি আসবো বলে
হাজার নয় কোটি জন ছিল মোর সাথী।


আমি আসবো বলে
হয়ে ছিলো কত অপেক্ষা,
আমি আসবো বলে
বন্ধুর সাথে বন্ধু করেনি দেখা ।


আমি আসবো বলে
হয়েছি কত আয়োজন ,  
আমি আসবো বলে
এক সাথে বসে হাত মিলিয়েছিল  কতনা সুজন ।


আমি আসবো বলে
হয়েছিল কত দন্দ ,
আমি আসবো বলে
মেতেছিল লোক,পেয়েছিল কত আনন্দ ।


আমি আসবো বলে
সারারাত ঘুমায়নি কত না  মায়ের খোকা ,
আমি আসবো বলে
আয়োজন থেকে সরেনি চোখের পাতা ।


আমি আসবো বলে
পালিয়ে ছিলো গ্রাম্য ছেলেটি ,
আমি আসবো বলে
মার খেয়েছিলো পাগলা মেয়েটি,
আমি আসবো বলে
ফকির ধরেছিল নতুন ভাটি ।


আমি আসবো বলে
মায়ের বুকে জমেছিল কত ভয়,
আমি আসবো বলে
মা বলেছিল ছেলে-মেয়েদের কি হয় ।


আমি আসবো বলে
পাড়ায় পাড়ায় কত না রঙের মেলা,
আমি আসবো বলে
যমেছিল সেখানে গরু আর মহিষের খেলা।
আমি আসবো বলে
ফুলের মালি ব্যস্ত ছিল সারাবেলা।