বাবা আজ তোমাকে
অনেক বেশি মনে পড়ে,
মনে পড়ে তোমার সে হাসি,
মনে পড়ে তোমার কড়া শাসন,
মনে পড়ে তোমার দেওয়া উপদেশ,
কিন্তু তুমি নাই আমার পাশে ।


আমাকে একা করে,
কেন যে পাঠিয়েছ এই শহরে ?
তোমাদের ছেড়ে আমি যে কেমন করে আছি,
সেটা বলার ভাষা আমার নাই।


বাড়িতে থাকলে কত কিছু ঘটত,
তোমার ভয়ে মা আমাকে বকত,
হাত দুটি বেধে শাহী শাসন করত।


আজ আমি বড় একা
কেউ বলেনা আদর করে আয় খেতে আয়।
আমার খাওয়ার সময় হলে ,
আমি নিয়ে খাই।


খেতে যখন বসি বাবা,
মনে পড়ে তোমায় ।
খাওয়ার সময় পাশে রেখে,
খাওয়াতে তুমি আমায় ।


বুকটা আমার ফেটে যায় বাবা,
যখন মনে পড়ে তোমায় ।
সব কিছুকে ইতি বলে ছুটে যাই ছুটে যাই।
তোমার মুখটি দেখলে বাবা,
আমি শান্তি পাই ।


জানি বাবা জানি,
তুমিও বসে বসে কাঁদ আমার লাই ।
আমি ছাড়া তোমার যে হায় ,
আর তো কেহো নাই ।