ভালোবাসার একটি নাম হৃদয়
যা হাজারো বাঁধা মানেনা।
যা হাজারো আঘাতে ঝড়েনা
গুমরে গুমরে কাঁদে কখন ও মরেনা।


ফুল যেমন জন্মেনা মধু ছাড়া
ভালোবাসা তেমনী হয়না হৃদয় ছাড়া,
ভালোবাসার হৃদয়
বোঝেনা কোন অজুহাত
তায় তো সারাক্ষন  বলতে চায়
হৃদয়ের না বলা কথা ।


ভালোবাসার হৃদয় বোঝেনা কোন ব্যথা ,
তায় তো বন্ধুটিকে শুনায় মিষ্টি মুখের কথা।
ভালোবাসা মানেই ললনা ,
তাই তো এক জন অন্যকে ছাড়া থাকতে চায়না ।


ভালোবাসা অনেক তীক্ষ্ণ
তায় তো দুটি হৃদয় মুহূর্তে হয় উদ্দিগ্ন,
একজন অন্য জনকে পেলে হয় ধন্য।  
ভালোবাসা এমন একটি কথা
যা শুনলে মুহূর্তে ঝড়ে হৃদয়ের আকুলতা।


ভালোবাসা এমন এক সুর ,
যা হয়তো দেয় সুখ নয়তো দেয় ব্যথা ,
শুনতে চায়না কোন ব্যকুলতা।