বিধাতার কি দৃষ্টি ,
নারী জাতিকে করেছে সৃষ্টি,
নারী তুমি করেছ ধ্বংস ,
আবার তোমারি কারনে সৃষ্টি ।


তোমারি কারনে শাহ্‌-জানের  চোখে জল ,
তোমারি কারনে আগামেমনন পেলো বল।
তুমি কি দিয়েছ পুরুষদের ?
আছে কি তোমার সম্বল ?


তোমারি কারনে ট্রয় হলো ধ্বংস ,
আবার তোমারি কারনে জয়।
নরী তুমি থাকো কেনো আড়ালে ?
তোমারি জন্য পুরুষ নিষ্ঠুর ,
তোমারি জন্য চলে যায় বহুদুর ।


নারী তোমার একটু হাসন ফেলে,
পুরুষ বাহাদুর সবি যায় যে ভুলে ।
কেমনে তুমি নিয়েছ পুরুষের মন ?
ফেলেছ তোমারি মায়ার জালে ।


নারী তোমার দেখিলে মায়ার দিষ্টি
পুরুষের চোখে ক্ষনে ঝরে বিষ্টি
ঝরে যায় অতলে ।