প্রিয়, আমি আজো আছি
তোমারি জন্যে বসে।
জানিনা কবে তুমি আসবে আমার পাশে।


তুমি দিয়েছিলে একটি শাড়ী
তা নিয়ে আজো আমি অনাহারি ,
কান্না আমায় খুঁজে।
তাকি প্রিয় পাড়াপড়শি বোঝে?


তোমাকে দিয়েছি কথা ,
থাকবো বসে একা  একা ,
যখন তুমি আসবে ফিরে,
করবে এসে দেখা ।
আমি আর কত কাল থাকবো বসে,
তোমার দেয়া চিঠি গুলো যাচ্ছে জলে মুছে ।


পাড়ার লোকে আমায় নিয়ে কত কথার ছলে ,
আমার এ মন সারাটিক্ষণ তোমার কথায় বলে।
তোমার দেয়া লাল শাড়ী ভিজে গেছে জলে,
আজ ও আমি শুকাইনি তা আসবে তুমি বলে।