গোধুলি বিকেল বেলা,
মনে আছে তোমার ?
দুজন হেটে ছিলাম এই পথে ,
দেখেছি কত পাখির মেলা ।


কোকিলের কুহু ডাক তখন  ছিল বন্ধ ।
গাছের  কত না পাখি ,
ডেকে ডেকে করেছিল আনন্দ,
আমরা দুজন একেলা।


তোমার ও হাত দুটি দিয়েছিলে আমার হাতে ,
বসেছিলাম দুজন নির্জন বিকেল বেলা ।
তাকিয়ে তাকিয়ে দেখেছিলাম
কত না রঙের খেলা ।


শালিকের ডাক, বকের মাছ ধরার ফাঁদ ,
কতনা  দিয়েছিল মজা  ।
গোধুলি বিকেল শেষে,
দুজন  চলেছি সেই পথে,
মনে পড়ে কি তোমায়ার ?
হারিয়ে যেতাম অন্য বেলায়।


আজ তুমি নেই  এ পথে
আমি চলছি একেলা  ।
এখনও দেখি এসে সেখানেই বসে ,
উড়ে যাওয়া  পাখির  মেলা ।


আজ তুমি কত দূর,
আমি যে একেলা ।
যদিও আস কোনদিন  বলবে এসে,
দেখবো পাখির মেলা ।
আবারো সেই আগের মত কাটাবো সারাবেলা ।