শীতের সকালে গা ঘেঁষে দুজন হাটতাম এ পথে
কত কিছু নিয়ে বলতাম কথা আমরা প্রভাতে ।
শিউলির রসের হাড়ি করতাম কাড়াকাড়ি ,
তুমি আমি দুজন একসাথে থাকতাম
চলে যেতাম দূর দেশে ।


কতনা মধুর লাগতো তখন তুমি পাশে থাকলে
তার চেয়ে ভাল লাগতো আমার তোমার বাবা বকলে ।
বিচার দি্বো বিচার দিবো তোমার নামে শালিস বসাব ,
মেয়ের পিছু হাটলে ।


মনে আছে কি তোমার, মনে আছে ?
সেইনা গ্রামের মেলায়
তুমি আমি দুজন পালিয়ে ছিলাম প্রভাতে
ফিরেছিলাম সন্ধ্যা বেলায়।


বাড়ি এসে দুজন দেখেছি ফ্যামিলি ফ্যামিলি খেলা ,
তোমার বাবা আমার বাবা রাস্তার মোড়ে বসে ,
চা-সিগারেট টানাটানি বাড়ি ফিরলো শেষে ।
বাড়ি এসে দেখলো যখন তুমি আমি নাই
দুজনের দিকে তাকিয়ে দুজন দেখালো একি মজা ,
আমার বাবা বলল প্রথম বাড়ি আসুক, দিমুনি সাজা।


তোমার বাবা লাফিয়ে বলল ,
আমার মেয়ে ঘরে নিবি তাকি এত সোজা !
অবশেষে ঘরে ফিরলাম আমরা দুজন ভয়ে ।
তার পর আর দেখা হল না তুমি গেলে কোথায় চলে ।
অনেক খুঁজেছি তোমায় অনেক খুঁজেছি
পাওয়া গেলনা শেষে ।